আমাদের জীবন পরম আনন্দময় যখন পরিবারের প্রয়োজনীয় সব আর্থিক চাহিদা যেমন বিয়ে, সন্তানের পড়াশোনা, সন্তানের এবং বাবা-মায়ের স্বাস্থ্য নিরাপত্তা/সুরক্ষা, নিজের বাড়ি, পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানো সব কিছুই হয় নির্বিঘ্ন। বিপত্তি ঘটে যখন আমরা অনাকাংখিত পরিস্থিতি যেমন-পরিবারের উপার্জনক্ষম ব্যাক্তির চাকুরিচ্যুত, ব্যবসায় ধ্বস, দুর্ঘটনায় অংগহানী এমনকি মৃত্যুর সম্মুখিন হই। এবং অনকাংখিত ঝুকি থেকে পারিবারিক জীবনে অন্ধকার নেমে আসা থেকে আমাদের সুরক্ষা দেয় জীবন বীমা। যাতে আমাদের পারিবারিক ভবিষ্যৎ জীবন হয় নিশ্চিত। একটি বীমা কোম্পানিকে চুক্তি অনুযায়ী নিদির্ষ্ট পরিমানে প্রিমিয়াম প্রদানের মাধ্যমে এই নিরাপত্তা পাওয়া